গত ৪ জানুয়ারি অনলাইন ওয়েব প্রটাল সিরাজগঞ্জ কন্ঠতে "১১ দিন ধরে বিদ্যুুৎ নেই বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে, সেবা স্থগিত, রোগীদের ভোগান্তি" শিরোনামে সংবাদ প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্যর সহায়তায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার সন্ধ্যায় বিদ্যুুৎ পেল। বর্তমানে হাসপাতালের সেবা সাবাভিক।
গত ২৫ ডিসেম্বর হাসপাতালের ট্র্যান্সফর্মা বিকল হয়। ৪ জানুয়ারি এই প্রতিবেদক ঘটনা জানার পর সংবাদ সংগ্রহ করে প্রকাশের ব্যাবস্থা করে। সংবাদটি স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডলের নজরে আসে। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকারের মাধ্যমে বেলকুচি পল্লি বিদ্যুুৎ সমিতি জোনাল অফিসের কর্তৃপক্ষকে তাত্বক্ষনিক ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দেন।
এরই পরিপেক্ষিতে রবিবার সন্ধ্যায় বিকল্প ব্যাবস্থায় বিদ্যুুৎ সংযোগ চালু করে দেয় পল্লি বিদ্যুুৎ কর্তৃপক্ষ।
বিদ্যুুৎ সংযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, কর্মরত সাংবাদিক, পত্রিকার সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার বলেন, বেলকুচি হাসপাতালে ১১ দিন ধরে বিদ্যুুৎ নেই ও কথাটা আমাদের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল পত্রিকার সংবাদের মাধ্যমে জানতে পারে। পরে আমাকে এমপি সাহেবের নির্দেশে বিদ্যুুৎ অফিসে গিয়ে উক্ত ব্যাপারে কথা বলে সংযোগের ব্যাবস্থা করা হয়।
বেলকুচি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর হোসেন ধন্যবাদ দিয়ে বলেন, স্থানী সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দর ব্যাবস্থায় এবং এলাকার কর্মরত সাংবাদিক সংবাদ প্রকাশ করায় আমরা আজ বিদ্যুৎ পেয়েছি। এ জন্য আমরা সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকারের পাশা-পাশি স্থানীয় সাংবাদিক পত্রিকার সম্পাদকের প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।