আব্দুল লতিফঃ সিরাজগঞ্জের চৌহালীতে বুধবার রাএিতে মোছাঃ কদভানু(১২) ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল। সে উপজেলার দক্ষিন খাষকাউলিয়া গ্রামের মোঃ আজাহার আলীর এর মেয়ে। মোছাঃ কদভানু এর বর সিরাজ গঞ্জ জেলার চৌহালী উপজেলার কুরকী গ্রামের মোঃ চাঁনমিয়ার ছেলে মোঃ ছলেমান(১৮)। তার সাথে কনের বোনের বাড়ী ঘোরজান ইউনিয়নের চরজাজুরিয়া এলাকায় কনের বিয়ের আয়োজন চলছিল।
এখবর ইউএনও জানার সাথে সাথে সঙ্গে পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। বর এবং কনে পক্ষ বরের ২১ বছর ও কনের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা বলে মুসলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বলেন," চৌহালী একটি নদীভাংগন প্রবন উপজেলা।এই উপজেলায় বাল্যবিবাহ এর হার অনেক বেশি। সকলের আন্তরিক প্রচেষ্টায় ২০১৮ সালের জানুয়ারী থেকে এ পর্যন্ত ২৫মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেছি"।উক্ত বাল্যবিবাহ বন্ধে ইউএনও কে সহযোগিতা করেছেন চৌহালী থানা ওসি মোঃ জাহাংগীর আলম ও এসআই মোঃ মোক্তার হোসেন, এএসআই সহ পুলিশ সদস্যগণ।