সর্বশেষ সংবাদঃ
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদের রাজস্ব খ্যাত থেকে ক্ষতিগ্রস্ত ১০ টি তাঁতী পরিবারের মাঝে ডিজিটাল চরকা ও শিক্ষার্থীদের মাঝে ২৫ টি ছাতা এবং ৩০ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ক্ষতিগ্রস্ত তাঁতী পরিবার কে ডিজিটাল চরকা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মারুব বিন হাবিব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম সহ প্রমুখ।