বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত-৩
১০ সেপ্টেম্বর, ২০১৮ ০২:২৭ অপরাহ্ন প্রকাশিত
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত ও নারীসহ ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের রাজাপুর কবরস্থন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সিরাজগঞ্জ থেকে যাত্রবাহী একটি সিএনজি অটোরিক্সা বেলকুচিতে যাচ্ছিলো। সিএনজিটি সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর কবরস্থন এলাকা নামক স্থানে পৌছলে সামনের চাকা ফেটে যায়। এসময় চালন নিয়ন্ত্রন হারিয়ে ফেললে অজ্ঞাত এক যাত্রী নিহত ও নারীসহ ৩ যাত্রী আহত হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 541 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ