সর্বশেষ সংবাদঃ
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত পল্লীর গোন্তাবাজারে আব্দুল লতিফ গণপাঠাগারের উদ্যোগে সংগঠন কার্যালয়ে দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওই চক্ষু শিবিরের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক স্থানীয় ইউপি সদস্য ইসহাক আলী, শিক্ষক ও সমাজসেবক সোলাইমান হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, দৈনিক মানবকন্ঠের তাড়াশ সংবাদদাতা সোহেল রানা সোহাগ, কবি রাজিব এককা রাজ,আশরাফুল ইসলাম, সবুজ শাহারিয়া প্রমূখ।
এ সময় চোখে কম দেখা, পানি পরা ও মাথা ব্যাথা রোগীদের প্রাথমিক চিকিৎসা এবং চোখে কম দেখা রোগীদের স্বল্পমূল্যে চোশমা প্রদান করা হয়। দিনব্যাপী ওই চক্ষু শিবিরে ১৩৫ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন প্রাক্তন আর, এম, ও ইসলামিয়া ইস্পাহানি চক্ষু হাসপাতালের চিকিৎসক চক্ষু ও মাথা ব্যাথা বিশেষজ্ঞ ডাঃ এফ.ইউ.আহমাদ।