জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রতুর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন সিনিয়ার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ চ্যানেল আই এর স্টাফ রির্পোটার ফেরদৌস রবিন, জনকণ্ঠের স্টাফ রির্পোটার নরুল ইসলাম বাবু, করতোয়া পত্রিকার ব্যুরো প্রধান হেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, যমুনা প্রভাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, চ্যানেল ২৪ এর স্টাফ রির্পোটার হিরক গুন, ।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি , কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরজগঞ্জের কর্মরত সকল সংবাদিক ও আয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডা, হাবিবে মিল্লাত মুন্না বলেন, বর্তমান সরকারের আমলে যে, উন্নয়ন মূলক কর্মকান্ড হয়েছে তাতে সিরাজগঞ্জে ৬ টি আসনে নৌকা বিজয়ী হবে। তিনি বলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। এজন্য তিনি সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন।