সর্বশেষ সংবাদঃ
আশরাফুল ইসলাম রনি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যানে পদে প্রার্থী ঘোষনা দেন এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বিএনপি-জামাতের নির্যাতিত ও বারবার কারা নির্যাতিত নেতা মোজাম্মেল হক মাসুদ। । এ সময় তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগীতা পেলে এবং নির্বাচিত হলে এ উপজেলাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সংবাদকমীিরা উপস্থিত ছিলেন।