সর্বশেষ সংবাদঃ
জি,এম স্বপ্নাঃ নার্সারীর গ্রাম বলে পরিচিত একটি গ্রাম কালিপুর। ফুলকে ভালোবেসে ফুলের ফেরিওয়ালা হয়েছেন থানার নলকা ইউপির কালিপুর গ্রামের মোঃ আলতাব হোসেনের পুত্র শাহ আলম (৩৫)। শীতকাল এলেই তিনি গাড়ীতে করে বিভিন্ন জাতের ফুলের চারা নিয়ে বেরিয়ে পড়েন ফুল প্রেমীদের দ্বারে দ্বারে। ফুলের চারা নিয়ে সলঙ্গার আশেপাশে রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া উপজেলার অলিগলি সহ গ্রামের নিভৃত পল্লীতেও ছুটে বেড়ান। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শাহ আলমের ফুলের কদরও কম নয়। গোলাপ, গাঁদা, ডালিয়া, নয়ন তারা, বকুল, রজনীগন্ধা, হাসনা হেনা, জুঁই, চামেলী সহ হরেক রকমের ফুলের চারা তার কাছে পাওয়া যায়। শাহ আলম জানান, আগে তার কষ্টের সংসার চলত।
গ্রামে বেশ কয়েকটি নার্সারী মালিকেরা অল্প সময়ে সাবলম্বী হওয়া দেখে ঠিক করলেন তিনিও নার্সারীর ব্যবসা করবে। মাত্র ৫ হাজার টাকা হাতে নিয়ে ২ শতক জমিতে ফুলের চারা সহ আম,জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন জাতের গাছের চারা বিক্রির ব্যবসা শুরু করেন। অল্প সময়ের ব্যবধানে বর্তমানে ৩ বিঘা জমিতে ফলজ বৃক্ষের চারা আর ২ বিঘা জমিতে ফুলের চারার নার্সারী গড়ে তোলেন। এখন তার ব্যাবসায় ৮-১০ লাখ টাকা মুল ধন হয়েছে বলে জানান। বর্তমানে ৬ সদস্যের সংসার খুব ভালোভাবেই চলছে। শাহ আলম নিজেও ফুল পছন্দ করতেন। ফুলের বাগান যেন প্রত্যেক বাড়ী বাড়ী হয় এই প্রত্যাশায় সে ফেরি করে ফুলের চারা বিক্রি করেন।