সর্বশেষ সংবাদঃ
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রোববার সকালে মডেল রির্সোস সেন্টার হল রুমে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত, হামদ/নাত, কবিতা আবৃত্বি, রচনা ও উপস্থিত বক্তৃতার উপরে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজঞ্জের হিসাব রক্ষক মো. ইব্রাহীম খলিল, তাড়াশ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. হাসান আলী, এমসি মো. আব্দুল মাজিদ, মাওলানা মো. শহিদুল ইসলাম, মো. আবদুল বারি প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।