সর্বশেষ সংবাদঃ
কাজিপুর প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাজিপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন। রবিবার বেলা ১১ টায় শুরু হয়ে সভা চলে দুপুর অবধি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের সহসভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুদের নামের তালিকা প্রকাশ করা হয় এবং দলীয় মতামত নেয়া হয়। তবে ফলাফল ঘোষিত হয়নি।