সর্বশেষ সংবাদঃ
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার উপস্থিতিতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলার সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সদর উপজেলার পাঁচঠাকুরী গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান নামের এক বালু ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞনির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জরিমানা করা হয়। এসময় অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দীন শামীম। অভিযানে সহযোগিতা করেন সদর থানার পুলিশ সদস্যবৃন্দ।