সর্বশেষ সংবাদঃ
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছে, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই জাতি গড়ার কারিগরদের মূল্যায়ন ব্যতীত সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আমরা যদি শিক্ষকদের মূল্যায়ন না করি, শিক্ষকদের মর্যাদা সম্পর্কে সচেতন না হই তাহলে সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে না।’ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স হলরুমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডাঃ মুন্না এমপি আরও বলেন, আজকের দিন শিক্ষকদের জন্য সম্মানের। দেশের শিক্ষার উন্নতির জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই স্তরে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন করতে হবে এবং তাদের ন্যায্য যুক্তিক দাবীগুলো সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর শামসুজ্জামানের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।