সর্বশেষ সংবাদঃ
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রশিকপুরে অবৈধভাবে অগভীর নলকুপের ছাড়পত্র প্রদানের লিখিত অভিযোগ করেছেন এক কৃষক। গত বুধবার কাজিপুর উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেওয়া লিখিত অভিযোগে রশিকপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, গত বছর রশিকপুর মৌজার ৬২ খতিয়ানের ৬৪২ নং দাগে ২০১৭/৪৪ মোতাবেক একটি অগভীর নলকুপ স্থানের জন্য লাইসেন্স/ছাড়পত্র পাওয়ার আবেদন করেন। কিন্ত ঐ সময় সরকারিভাবে বিদ্যুতের সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা থাকায় তিনি পাননি। সংযোগ প্রদান চালু হলে পুণরায় সরকারি নির্দেশনা অনুযায়ী গত বছরের ১১ডিসেম্বর আবেদন করেন। কিন্ত স্থানীয় পানাসি কর্তৃপক্ষ তাদের আবেদন অগ্রাহ্য করে একই গ্রামের শিপন তারুকদারকে সেচের ছাড়পত্র প্রদান করেন। সাইফুল ইসলাম অভিযোগ করেন, শিপনের ভোটার আইডি কাডর্, জমির মাঠপর্চা ও স্বাক্ষর সঠিক নয় মর্মে পানাসির সহকারি ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়। কর্তৃপক্ষ সব জেনেও তাকে ছাড়পত্র প্রদান করেছেন। এ বিষয়ে পানাসির সহকারি ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী নিজেকে নির্দেশ দাবি করে জানান, জাতীয়পরিচয় পত্রসহ বিদ্যুৎ নিতে প্রথম অনলাইনে দরখাস্ত করতে হয়। জাতীয় পরিচয় পত্র ভুয়া হলে সেটিতো নামঞ্জুর হত। আমি উপজেলা সেচ কমিটির প্রত্যায়ন পেয়ে তবেই ছাড়পত্রে সাক্ষর করেছি।