সর্বশেষ সংবাদঃ
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে সোনিয়া খাতুন আম্বিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে বিচারের দাবীতে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তাড়াশ উপজেলা পরিষদের সামনে সোনিয়ার স্বজন, তাড়াশবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওই মানবন্ধনে অংশ নেন। প্রায় ঘন্টাকাল ব্যাপী ওই মানবন্ধনে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সন্জিত কুমার কর্মকার, সাবেক সাংগনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক আসাব আলী কিরণ, পৌর কমিশনার জালাল উদ্দিন, আলম হোসেন প্রমূখ। বক্তাগণ, দ্রুত বিচার আইনে সোনিয়া হত্যার বিচার, ও আসামীদের গ্রেফতারের দাবী করেন। পরে তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, তাড়াশ সদরের উপজেলা পাড়ার শাহআলমের মেয়ে সোনিয়া খাতুন আম্বিয়াকে জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়শাল গ্রামের শাহজাহানের ছেলে আবুল কালামের সাথে ৫ বছর পুর্বে বিয়ে দেন। গত বৃহস্পতিবার স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় ঘাতক স্বামী আবুল কালাম তার নিজ বাড়িতে স্বজনদের সহযোগিতায় স্ত্রী আম্বিয়া কে পিটিয়ে হত্যা করে । এ ঘটনায় শুক্রবার সোনিয়ার বাবা শাহআলম বাদী হয়ে ১১জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।