সর্বশেষ সংবাদঃ
কাজিপুর প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম বলেন, ‘ নৌকা প্রর্তীক দেয়া অর্থই সেই প্রার্থী জিতে যাওয়া। কাজিপুরের নৌকা পাগল জনগণ অতীতের ন্যায় এবারও উপজেলা পরিসদ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবে।’ রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় মাঠে কাজিপুর উপজেলা আ.লীগ আয়োজিত সভায় নাসিম এসময় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীকে পরিচয় করিয়ে দেন।
উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, কাজিপুর পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।