সর্বশেষ সংবাদঃ
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিরাপদ-শ্রম অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে আওয়াজ মানব উন্নয়ন সংস্থা উল্লাপাড়া শাখা অফিসে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনিছুর রহমান খাঁন পরিচালক অভিবাসন,নাহিদুল হাসান নয়ন পরিচালক অপারেশন আওয়াজ ফাউন্ডেশন,রাকিবুল ইসলাম সুমন পরিচালক আওয়াজ মানব উন্নয়ন সংস্থা উল্লাপাড়া উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম রনি, রোমানা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদেশ ফেরত ও বিদেশ ভ্রমণে আগ্রহী মহিলা ও পুরুষদের মাঝে অভিবাসনের পূর্বের সিন্ধান্ত গ্রহণ, অভিবাসন প্রস্তুতি এবং যাত্রাকালীন সময়ে অচেতনতা মুলক বক্তব্য রাখেন, মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরা হয়।