বেলকুচিতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
১১ ফেব্রুয়ারী, ২০১৯ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী ওয়ান শাটারগান ও এক রাউন্ড গুলিসহ শান্তা সরকার নামে এক যুবককে আটক করেছে।
আটককৃত অস্ত্রধারী শান্তা সরকার (২৫) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের সোহরাব আলী সরকারের ছেলে। তাকে রবিবার রাতে চরনবিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আটক করে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বেলকুচি উপজেলার চরনবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে শান্তা সরকারকে আটক করা হয়। এরপর তার সাথে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাসী করে একটি দেশীয় তৈরী ওয়ান শাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র মামলা হওয়ার পর সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১ ফেব্রুয়ারী, ২০১৯ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 621 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ