বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল
১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০৮:৫৬ অপরাহ্ন প্রকাশিত
জহুরুল ইসলামঃ
উপজেলা নির্বাচনের গত কাল সোমবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসারের নিকট তাদের স্ব স্ব মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত মোট ১৪ জন তাদের সমর্থনকারীদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ একই পদে আরও ৩ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করে। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয় পত্র জমা দেয়।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে সকল প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র ভোটার তালিকা মিল না থাকায় বাতিল বলিয়া ঘোষনা করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০৮:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 441 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ