সর্বশেষ সংবাদঃ
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ঘাটিনা করতোয়া নদীতে মঙ্গলবার অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নান উৎসব। উল্লাপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় শিশু ও নারী পুরুষেরা এ উৎসবে অংশ নিতে আসেন। প্রতিবছরের ন্যায় নদীপাড়ে অনুষ্ঠিত হয় গঙ্গা পূজা। নারী পুরুষেরা উপোস করে এই পূজায় অংশ নিয়ে থাকেন। পুজোর আগে পুতঃ পবিত্র হতে সবাই নদীতে স্নান করেন। ফুল হাতে নারী পুরুষেরা এই অর্ঘ নিবেদনে অংশ নেন। নদী পাড়ে এ সময় ঢোল ও কাসর বাজতে থাকে। ছেলে মেয়েরা নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে। বারুণী স্নান উপলক্ষে ঘাটিনা বটমূলে বসে মেলা। নানা রকম খেলনা ও খাবারের দোকান মেলায় স্থান পায়। বহুদুর দুরান্ত থেকে লোকজন এ মেলাতে যোগ দেন।
স্থানীয় হিন্দু ধর্মীয় পন্ডিত কমলেশ বাগচী জানান, ধর্মীয় মতে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের সকল পাপ মোচনের লক্ষ্যে এই বারুণী স্নান উৎসবে যোগ দিয়ে গঙ্গা দেবতার উদ্দেশ্যে তাদের সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। এ বছর এই উৎসবে প্রায় ১০ হাজার নারী পুরুষ অংশ নেন।