সর্বশেষ সংবাদঃ
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালীর সদরে কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহা:আবু তাহির,উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া ,সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার,চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,রাজশাহী রেঞ্জ ( সিপিও)নি:এসআই আয়নুল হকসহ কমিনিটি পুলিশিং এর ওয়ার্ড সভাপতি ,সাধারণ সম্পাদক । এসময় আরো উপস্থিত ছিলেন চৌহালী থানার এস.আই মোক্তার হোসেন ,এএস.উজ্জল হোসেন ,আতিক হাসান,তবে এবিষয়ে চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশে মাদক বিরধী অভিযানের অংশ হিসেবে চৌহালীর বিভিন্ন স্থানে উমারপুর,চরপাচুরিয়া, খাষপুকুরিয়া ও খাষকাউলিয়া অভিযান পরিচালনা করা হয়েছে এসময়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।