কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পানি বেড়ে বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে মাইজবাড়ি ইউনিয়নের শ্রীপুর. বদুয়ারপাড়া, সুতানারা, ভাঙ্গারছেও, নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড়, ঘোড়াগাছা, দাদবোরা, খাসরাজবাড়ি ইউনিয়নের খিরাইকান্দি. মেওয়াখোলাসহ চরাঞ্চলের প্রায় ১৪ টি গ্রামের কয়েক হাজার মানুষ। এছাড়া চরাঞ্চলের নানাস্থানে স্থাণীয় বাধ উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে।
সিরাজগঞ্জ পাউবোসূত্রে জানা গেছে রবিবার সকালে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। এদিকে কয়েকদিনের টানা বর্ষণে কাজিপুরের ঢেকুরিয়া ইকোপার্ক এলাকার ওয়াপদা বাধের ও নদীতীর সংরক্ষণ কাজের নানাস্থানে ধসে গেছে ও ফাটল ধরেছে। একই পয়েন্টের রাস্তার নিচু অংশ দিয়ে পানি প্রবেশ করতে পারে। এতে করে প্রচন্ড ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাটসহ বেশকটি শিক্ষা প্রতিষ্ঠান ।
মাইজবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ‘পানিবৃদ্ধি ও বৃষ্টি অব্যাহত থাকলে আজ রাতেই পানি উপচে ঢেকুরিয়া হাটে প্রবেশ করবে।’
এদিকে চরাঞ্চলের বেশকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেতে পারছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা জানান, ‘এখনো বন্যায় স্কুল বন্ধ না হলেও রাস্তাঘাটে পানি ওঠায় এবং বৃষ্টির কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে বলে জানতে পেরেছি।’
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘শনিবার বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের লোকজনসহ ইকোপার্ক এলাকা পরিদর্শন করেছি। আর ঢেকুরিয়া ওয়াপদা বাধের নিচু অংশে শিগগিরই কাজ শুরু হবে। ’ এছাড়া বন্যার্তদের জন্যে সবরকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে তিনি জানান।