সর্বশেষ সংবাদঃ
কাজিপুর প্রতিনিধি ঃ কাজিপুরে যমুনার নদীর পানি বিপদসীমার ১০২ সেমি. উপর দিয়ে বইছে। এতে করে উপজেলার চরাঞ্চলসহ মোট ৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের বন্যার পানি প্রবেশ করেছে। বন্যার পানির প্রবল তোড়ে নাটুয়ারপাড়া কেবি উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তা ধসে পড়েছে। নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার জানান, ‘বন্যার কারণে কলেজ এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে।
কারণ শিক্ষার্থী কলেজে আসতে পারছে না।’ মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ‘এবারের বন্যার ভয়াবহতা অনেক বেশি বিধায় ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছেন না। তিনি আরও জানান, দুইদিন পূর্বে এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। এতে করে অভিভাবগণ তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। ’ করে পাঠদান কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। শিক্ষকেরা যদিও বিদ্যালয়ে আসেন কিন্তু শিক্ষার্থীর দেখা নেই অনেক বিদ্যালয়ে। কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানান,‘ বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও শতাধিক প্রতিষ্ঠানে পানি উঠে যাবার সম্ভাবনা রয়েছে।’ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘বন্যার পানি স্কুলে প্রবেশ করলেও কিছু বিদ্যালয়ের শিক্ষকেরা বিকল্প স্থানে পাঠদান করাচ্ছেন।’