বেলকুচিতে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১৯ জুলাই, ২০১৯ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫০ পিছ ইয়াবা সহ জামাল উদ্দিন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উপজেলার সমেশপুর গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়।
আটককৃত জামাল উদ্দিন (৫২) উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আটককের পর তার শরীর তল্লাসী করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যারদিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সমেশপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯ জুলাই, ২০১৯ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 1120 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ