সর্বশেষ সংবাদঃ
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ তাড়াশের চলনবিল অধূষ্যিত এলাকার বিভিন্ন গ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। শনিবার দিনভর নৌকা যোগে তিনি সগুনা ও মাগুড়াবিনোদ ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। সেখানে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যন মর্জিনা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়েদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম ,ইউপি চেয়ারম্যান আব্দুলাহহেল বাকী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিস প্রধান প্রমুখ।