খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলার মিনি অডিটোরিয়ামে তিনজন সফল মৎস্য চাষী হিসেবে রেজাউল শেখ, ইসমত আরা,শামীম হোসেন এবং চারজন কুইজ প্রতিযোগিদেরকে পুরষ্কার প্রদান করেন উপজেলা প্রশাসন ।
সফল মৎস চাষী রেজাউল করিম জানান, ১৩টি পুকুরে মাছ চাষ করেছিলাম।পরিশ্রম করেছি ও পরিশ্রমের ফল পেয়েছি।
যারা আমার কাজে সাহায্য সহযোগীতা করেছে ও পরিশ্রমের মূল্যায়ন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দোয়া করবেন আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি।
এ অনুষ্ঠান উপলক্ষ্যে মৎস্য কর্মকর্তা রনি চন্দ্র মন্ডল বলেন এখানে মাছ চাষের উন্নত কলা কৌশল রয়েছে এবং সে গুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেছি যার ফলে মাছ উৎপাদ বৃদ্ধি পেয়েছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মৎস্য কর্মকর্তা রনি চন্দ্র মন্ডল উপজেলা ভ্যাইস চেয়ারম্যান প্রমুখ্য।