সর্বশেষ সংবাদঃ
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেলে জিকেএস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ আবুল কাসেম সরকার, মোয়াজ্জেম হোসেন গোলাপ, খন্দকার আবু সাইদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জয়নুল আবেদীন মাহবুব, যুব নেতা খন্দকার সাইফুল ইসলাম,সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ আলী মাস্টার, জেলা ছাত্র দলের সহ সভাপতি খন্দকার শাফি জাহাঙ্গীর ,উপজেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মিলন খাঁন, সাংগঠনিক সম্পাদক শুকুর মির্জা, ছাত্র নেতা খন্দকার শাহাদৎ খন্দকার প্রমুখ।