সর্বশেষ সংবাদঃ
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের মাছ বাজারে মা ইলিশ সংরক্ষন অভিযান-২০১৯ এর অভিযান চালিয়ে দেড়মণ ইলিশ মাছ জব্দ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা করছেন প্রসাশন। বুধবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইলিশ মাছ বাজারজাত ও বিক্রীর দায়ের উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা গ্রামের মৃত. মহরম আলীর ছেলে সবুজ হাসান (৩৫) ও আব্দুল মালেক প্রামানিকের ছেলে নুরাল প্রামানিককে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতে তাদের দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযানকালে তাড়াশ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য অফিসর আহসান আলী উপস্থিত ছিলেন। এদিকে জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ের বিতরণ করা হয়।