সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার বিকালে চালা সতরাস্তা গ্রামের হযরত আলী নামের এক ব্যক্তিকে ঐ একই গ্রামের ওমরসানী ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
হয়রতের ছোট ভাই শাকিল আহমেদ জানায়, বেশকিছু দিন আগে চালা সতরাস্তা গ্রামের সাকাতের ছেলে ওমর সানির সাথে বাকবিতর্ক হয় আমার বড় ভাই হযরতের সাথে। আজ বিকালে হযরত ভাই সাতরাস্তা মোড়ে আসলে ওমরসানী সহ তার সহযোগীরা এসে অতর্কিত ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হসপিটালে নিয়ে আসি। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা আশংকাজনক।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমরা মৌখিক ভাবে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।