সিরাজগঞ্জ/ কর্মসংস্থান / চাকুরী:
সিরাজগঞ্জ সদর ইউএনও বদলী
১২ নভেম্বর, ২০১৯ ১১:৩৩ অপরাহ্ন প্রকাশিত
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হানকে বদলীর আদেশ দিয়েছেন জনপ্রশাসন বিভাগ। তাকে পাবনা জেলার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, দু-তিনদিন আগে ইউএনও সরকার মোহাম্মদকে বদলীর চিঠি পেয়েছি। তবে এটাকে প্রশাসনের নিয়মিত রদবদল বলে দাবী করেছেন তিনি।
ইউএনও সরকার মোহাম্মদ রায়হান বদলীর চিঠি পেয়েছেন বলে স্বীকার করে বলেন, চিঠি পেয়েছি, তবে বিস্তারিত পড়ে দেখিনি।
প্রসঙ্গত ২০১৭ সালের ৫ জুলাই তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২ বছর তিন মাস ৭ দিন তিনি এ দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে সম্প্রতি একটি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে তাকে বদলী করা হয়েছে।
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১২ নভেম্বর, ২০১৯ ১১:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 587 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ