কাজীপুরে অতিরিক্ত এ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু
২২ নভেম্বর, ২০১৯ ০১:৩৯ অপরাহ্ন প্রকাশিত
কাজীপুর প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজীপুরে অতিরিক্ত এ্যালকোহল পান করে সাদ্দাম হোসেন ও রাসেল নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুই যুবক অসুস্থ্য হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন, কাজীপুর উপজেলার বিয়ারা গ্রামের কোরবান আলীর ছেলে রাসেল ও একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে সাদ্দাম হোসেন।
কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, গতকাল বৃহস্পতিবার কাজীপুর উপজেলার বিয়ারা গ্রামে মানিক হোসেনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে সাদ্দাম হোসেন ও রাসেল সহ চার যুবক এ্যালকোহল পান করে। অতিরিক্ত এ্যালকোহল পান করায় চার যুবক অসুস্থ্য হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা রাতেই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়।
স্টাফ করেসপন্ডেন্ট,কাজিপুর ২২ নভেম্বর, ২০১৯ ০১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 818 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ