জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিনব কায়দায় ৪ কেজি গাঁজা উদ্ধার ও এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার গভীর রাতে বেলকুচি উপজেলার মেঘুল্লা উত্তরপাড়া গ্রাম থেকে আজিজা খাতুন (৪০) নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী আজিজা খাতুন মেঘুল্লা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসামের স্ত্রী।
থানা সুত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পুলিশের এক সদস্য অভিনব কায়দায় গাঁজা ক্রয় করার কথা বলে ঐ মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আজিজা নামের মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। তিনি আরও বলেন, থানার চৌকস এক অফিসার ছদ্মবেশে অভিনব কায়দায় ঐ মহিলার নিকট মাদক ক্রয় করতে যায়। গাঁজা নিয়ে আসার সাথেসাথে আমরা তাকে আটক করি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪ নভেম্বর, ২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 710 বার দেখা হয়েছে।