মালয়েশিয়ান তামিল সন্ত্রাসী দূর্বিত্তদের হাতে বাংলাদেশি প্রবাসী মারাত্বক আহত
৩০ এপ্রিল, ২০১৯ ১১:২৩ অপরাহ্ন প্রকাশিত
মালয়েশিয়া থেকে আলমগীরঃ মালয়েশিয়ান তামিল সন্ত্রাসী দূর্বিত্তদের হাতে বাংলাদেশি প্রবাসী মারাত্বক আহত । গত রাত আনুমানিক ৫ টার সময় মালয়েশিয়ার যোহর বারুর শ্রী আলম অঞ্চলে বাংলাদেশি প্রবাসীদের উপর তামিল দূর্বিত্তরা অতর্কিত হামলা চালিয় নগত অর্থ সহ ফোন লুট করে নেয় । তামিলদের এই আক্রমনে বাঁধা দিলে তারা দাঁ , সাপল দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে কমপক্ষে ৭/৮ জন বাংলাদেশি প্রবাসী আহত হন । আহতদের মধ্য মহসিন নামের এক প্রবাসী মারাত্বক আহত হন । আহত মহাসিনের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১২ নঃ যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে । মহাসিনকে স্থানিয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মালেশিয়া প্রতিনিধি ৩০ এপ্রিল, ২০১৯ ১১:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 445 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ