সর্বশেষ সংবাদঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনূস আলী (রা ) মেডিকেল কলেজ ও হাসপাতাল হইতে কৈজুরী পর্যন্ত কমপক্ষে পাঁচ কিলোমিটার জুড়ে যমুনা নদীর পশ্চিম পাড়ে আরকান্দি ও ব্রাহ্মণগ্রামে আবারও ব্যাপক হারে ভাঙ্গন শুরু হয়েছে । বিগত তিন বছর ধরে ভাঙ্গন চলছে । পানি উন্নয়ন বোর্ড কে দীর্ঘদিন অভিযোগ করার পর ব্রাহ্মণগ্রামে মাত্র ৩০০ মিটার যমুনার তীর মেরামত করে কাজ সমাপ্ত করে । কিন্তু তার দক্ষিণে আরকান্দি গ্রামে ঈদের দিন সকালে প্রায় পাঁচ বিঘা ফসলী জমি ও বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়। যমুনার ক্ষ্যাপাটে আচরণে অনুতপ্ত হয়ে এক উদ্যমী যুবক ইসমাইল হোসেন এলাকাবাসীর সহায়তায় ব্যাক্তিগত উদ্যোগে বাশের তৈরি ছটকা দিয়ে নদী ভাঙন ঠেকাতে চেষ্টা করে যাচ্ছেন । ইতোমধ্যে প্রকল্পটি প্রায় শেষ হতে চলেছে । তার এ মহত উদ্যোগ কে সবাই স্বাগত জানিয়েছেন । নতুন করে প্রাণপণে বাচার আকুতি জানিয়েছেন এলাকাবাসি। তারা পানি উন্নয়ন বোর্ড কে বারবার দোষারোপ করে আসছেন । সরকারী প্রকল্প আসতে কেন এত সময় ব্যয় করা হচ্ছে? জানতে চেয়েছেন এলাকাবাসী ।
এলাকাবাসীর প্রাণের দাবি, এনায়েতপুর হইতে কৈজুরী পর্যন্ত কমপক্ষে পাঁচ কিলোমিটার একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে যমুনা ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ।