শাহজাদপুরে ১'শ বোতল ফেন্সিড্রিলসহ মাদক সম্রাট পারুল ও কামাল গ্রেফতার
১৪ জুন, ২০১৯ ০১:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত
শাহজাদপুর থেকে স্টাফ রিপোর্টার শামছুর রহমান শিশির : গতকাল বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল পৌর এলাকার মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১'শ পিছ ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদক ফেন্সিড্রিলসহ কুখ্যাত মাদক সম্রাট পারুল ইসলাম (৪৮) ও কামাল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ও গতকালই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেনের নেতৃত্বে থানার এসআই এসলাম আলী, এএসআই মেহেদুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে শাহজাদপুর পৌর এলাকার মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের উত্তর পাশ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাহাপাড়া মহল্লার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আন্তঃজেলার কুখ্যাত মাদক সম্রাট পারুল ইসলাম (৪৮) ও একই থানার ছত্রাসিয়া মহল্লার মৃত ইসরাইলের ছেলে মাদক সম্রাট কামাল হোসেন (৪৫)কে ১'শ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, 'চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে
সিনিয়র করেসপন্ডেন্ট, শাহজাদপুর ১৪ জুন, ২০১৯ ০১:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 927 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ