সর্বশেষ সংবাদঃ
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ জেলার নবাগত জেরা প্রশাসক ড. ফারুক আহম্মদ কাজিপুরে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সকল শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘ আমি নিজে জাতীয় চার নেতার অন্যতম শহিদ তাজউদ্দিন আহমদ এর জেলার মানুষ। আজকে শহিদ এম মনসুর আলীর স্মৃতিবিজড়িত উপজেলার মানুষের সাথে মতবিনিময় করতে পেরে ধন্য মনে করছি। আশা করি কাজিপুরের সামগ্রিক উন্নয়নে জেলা প্রশাসক হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করবো।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল জলিল, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। এর আগে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।