সর্বশেষ সংবাদঃ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পানিতে পরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর অজ্ঞাত যুবক (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে সোনতলা সেতুর (করতোয়া) নদীর দক্ষিণ পাড়ে যুবকটির লাশ ভেসে ওঠে। এসময় স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন জানান শুক্রবার সকালে লাশটি (করতোয়া) নদীর মাঝখানে ভেসে উঠে দক্ষিণপাড়ে যায়। লাশের পরনে কালো রঙের টিশার্ট ও জিন্স প্যান্ট ছিল।
উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
এরআগে গত (১৭ ই জুলাই) সকাল পৌনে ৮ টার সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা ব্যাক্তিটি ঘাটিনা রেলসেতু রেলিংয়ের সাথে ধাক্কা লেগে পানিতে পরে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি।