সর্বশেষ সংবাদঃ
বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া উপজেলার পরিচালনায় বড়হর স্কুল এন্ড কলেজে ৫ দিনব্যাপী ৫৫০,৫৫১ ৫৫২ তম স্কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জালসা ২০ জুলাই শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া উপজেলার কমিশনার সিরাজুল ইসলামের সভাপতিত্ব ও সহকারী কমিশনার আবু জাফরের সঞ্চালনায় উক্ত মহা তাবু জালসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু জাফর, বড়হর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া উপজেলার সহসভাপতি ও বন্যাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা,সিনিয়র ইউনিট লিডার মহাসিন আলী,বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া উপজেলার সেক্রেটারি আব্দুল জব্বার প্রমুখ।এছাড়া
প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া শাখার সভাপতি ফরিদ উদ্দিন, উল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন, এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার সিনিয়র অফিসার আবুল হোসেন,স্কাব স্কাউট প্রশিক্ষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।