সর্বশেষ সংবাদঃ
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার অভি হাইওয়ে ভিলার অদূরে কামালের চর (গদাইপুর) নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ গামী ঢাকা স্কাইলাইনের একটি ঈদের বিশেষ বাস ঐ দম্পতিকে বহনকারী ভ্যান গাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) নিহত হন। স্বামী মোঃ রফিকুল ইসলাম জিন্নাহকে (৫২) মুমুর্ষ অবস্থায় রায়গঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিন্নাহ রায়গঞ্জ পৌরসভার লক্ষিকোলা গ্রামের মৃত আহসান সরকারের ছেলে। সূত্রে জানা যায় নিহত মোর্শেদা বেগম ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তিনি ঈদের ছুটিতে স্বামী ও একমাত্র কন্যা সন্তানের সাথে ঈদ করতে বাড়িতে আসার জন্য গদাইপুর নামক স্থানে নেমে স্বামীর সাথে একটি ভ্যানযোগে রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। একই গ্রামের বাসিন্দা ভ্যান চালক সাইফুল ইসলামের অবস্থা গুরতর হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা মা’র অকাল মৃত্যুতে অনার্স পড়–য়া একমাত্র মেয়ে সন্তান শোকে পাথর হয়ে গেছে।