সর্বশেষ সংবাদঃ
আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশে র্যাবের অভিযানে দুইশত পিচ ইয়াবাসহ সুফিয়া বেওয়া (৫২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরের আধুনিক ডাক বাংলোর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোছাঃ সুফিয়া বেওয়াকে নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২০০ পিচ ইয়াবা, ১ টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ১৩১০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।