সর্বশেষ সংবাদঃ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল পূর্ব পাড়া গ্রামে সরোয়ারের পুত্র নুরুজ্জামানের(২১) এর বাড়ীতে মোছাঃ রোকসানা (২১) নামের এক যুবতী বিয়ের দাবীতে দুদিন' যাবৎ অনশন করছে। যুবতীর উপস্থিতি টের পেয়ে বাড়ীর সকলে গা ঢাকা দিয়েছে। যুবতীর বাড়ী নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামে।
তার বাবার নাম মৃত জফির উদ্দিন। ২৬ আগস্ট দুপুরে সরেজমিনে যুবতী রোকসানার সাথে কথা বললে তিনি জানান দীর্ঘ ৫/৬ মাস যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে নুরুজ্জামান ও রোকসানার মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের দু'জনের একাধিক বার দেখা সাক্ষাত হয়। তিনি আরও জানান, গত ২৫ তারিখে নুরুজ্জামান বিয়ে করার কথা বলে আমাকে তাদের বাড়ীতে আসতে বলে। কিন্তু আমি আসার সকলে কৌশলে বাড়ী থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় মোবাইল ফোনে নুুরুজ্জামানে সাথে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।