সর্বশেষ সংবাদঃ
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর এবার টেস্টেও ধবল ধোলাইয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টেও দাপুটে জয় দেখছে ভারত।
২৯৯ রানে এগিয়ে থেকেও ক্যারিবীয়দের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ৪ উইকেটে ১৬৮ করার পর ইনিংস ঘোষণা করে বিরাট কোহলিরা। ফলে স্বগতিকদের ৪৬৮ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় কোহলিরা। সেই লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যটিংয়ে নেমে দলীয় ৪৫ রানেই দুই উইকেট হারিয়ে বসেছে ক্যারিবীয়রা। ক্রিজে আছেন ড্যারেন ব্রাভো ও শামরাহ ব্রুকস।
এই টেস্টটি শেষ হতে আরও দুই দিন বাকি থাকলেও উইন্ডিজদের জয়ের জন্য দরকার ৪২৩ রান। তাদের হাতে আছে ৮ উইকেট।