সর্বশেষ সংবাদঃ
কাজিপুর প্রতিনিধি ঃ কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বুধবার জেলা শিক্ষা অফিসের আয়োজনে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা জানান, “বিদ্যালয়টি উপজেলা এবং জেলার মধ্যে ভালো ফলাফল অর্জন করায় এই পুরস্কারের জন্যে ঘোষিত হয়েছে।”
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, “আামি শারীরিক প্রতিবন্ধী একজন শিক্ষক। আমার সহকর্মি, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটি সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এই অর্জন সম্ভব হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতেও আমি সনদ পেয়েছি। এজন্যে আমি সবার নিকট কৃতজ্ঞ।