চৌহালী/এনায়েতপুর/ মানবসেবা:
বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে ব্র্যাক
২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত
নিজস্ব প্রতিনিধিঃ বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে ব্র্যাক। সিরাজগঞ্জের চেীহালিতে ১১০০ পরিবারকে সাহায্যেও জন্য প্রতি পরিবার ৪৫০০ টাকা ও ৭০০ টাকা সমতুল্যেও হাইজিন কিট দিয়েছে বেসরকারি এই সংস্থাটি।
এর আগেও বন্যা শুরু হ্ওয়ার পর সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় সাহায্য পেীছে দিয়েছিলো ব্র্যাক। এবার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের চার উপজেলায় মোট ৪৪০০ পরিবারকে ৪৫০০ টাকা দচ্ছে ব্র্যাক। সাথে দিচ্ছে ৭০০ টাকার হাইজিন কিট থাকছে। এই কার্যক্রম চলবে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালী ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 275 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ