চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বূহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর সভাতিত্বে নির্বাহীঅফিসার মহাঃ আবু তাহিরে পরিচালনায় এ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত । এ সময় চৌহালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যারম্যান, চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, চৌহালী থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম বিশ্বা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার মহিলা ভাইস চেয়্যারমান নাছরিন আক্তার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।