জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচির কামারপাড়া চৌমহনী বাজার বনিক সমিতির নির্বাচন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহনী বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন প্রামানিক, নির্বাচন কমিটির সভাপতি সোহেল রানা, নব নির্বাচিত সভাপতি ছাত্তার সরকার, সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল, সদস্য রফিকুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে কামারপাড়া চৌমনী বাজার বনিক সমিতি লিমিটেডের নব নির্বাচিত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।