সর্বশেষ সংবাদঃ
সলঙ্গা প্রতিনিধি ঃ সলঙ্গা বাসীর দীর্ঘদিনের অবহেলিত রাস্তা ধুবিল ইউপির আমশড়া জোড়পুকুর হতে মালতিনগর আমতলা পর্যন্ত ৭ কি:মি: পাকা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছেন রায়গঞ্জ, তাড়াশ- সলঙ্গার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। আরটিআইপি-২ প্রকল্পের আওতায় প্রায় চার কোটি টাকা ব্যায়ে এ রাস্তাটির মেরামত কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মাননীয় এমপি।
গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় আমশড়া জোড় পুকুর বাজারে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারিক সরকার এর সভাপতিত্বে এ উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় এমপি ডাঃ আব্দুল আজিজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সহ সভাপতি ফনী ভুষন পোদ্দার, ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টার, সাধারন সম্পাদক আব্দুল করিম ভোলা, রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ, আমশড়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি, আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার মাষ্টার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম বাদশাহ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।