সর্বশেষ সংবাদঃ
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের প্রকাশনা সম্পাদক রবীন্দ্র সঙ্গীত শিল্পী কানিজ রেহেনা মুন্নি, সঙ্গীত শিক্ষক মিলন মন্ডল এবং নাট্য কর্মী ছাম্মি আহমেদ আজমিরের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সিরাজগঞ্জ প্রেস ক্লাব ভবনের ৩য় তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হোসেনপুর উত্তর বায়তুল আল আকসা জামে মর্সজিদের পেশ ইমাম ও খতিব মওলানা মোঃ আকরাম হোসেন। দোয়া মাহফিলে সিরাজগঞ্জ রবীন্দ্র পরিষদের সঙ্গীত শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রকাশনা সম্পাদক ভারতে চিকিৎাসধীন কানিজ রেহেনা মুন্নি,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান সামাদ,সিরাজগঞ্জ বাউল একাডেমির সদস্য সঙ্গীত প্রশিক্ষক মিলন মন্ডল,নাবিক নাট্য নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্মাদক ছাম্মি আহম্মেদ আজমিরের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ,পথ নাটক পরিষদের আহবায়ক গাজী আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ,সহ-সভাপতি হাফিজুর রহমান সামাদ,নুর ই আলম হীরা,জামিল হোসেন,সাধারন সম্পাদক দিলীপ গৌর,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভোলা,অর্থ সম্পাদক আইয়ুব আলী,প্রচার সম্পাদক আবির পাল,নির্বাহী সদস্য ইমরান মুরাদ। নাবিক নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক আশিক ইকবাল শামীম,নাট্য নিকেতনের সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্র,সংগ্রামী নাট্য গোষ্ঠীর সভাপতি নাট্যকর শরীফুল ইসলাম আহম্দে শরীফ,থিয়েটার মঞ্চের পরিচালক সংগঠন রাকিব হোসেন,লালন একাডেমির সভাপতি নুরুল হুদা,নাট্যাধারের সহ সভাপতি মনোয়ার হোসেন,বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সঞ্জীব সরকার,শেকড়ের সভাপতি নাসিমা নাজনিন,নব নাট্য সংঘের যুগ্ন আহবায়ক সাহেদ সেলিম খান,ঝংকার সাংস্কৃতিক গোষ্ঠীর ফাইলিনসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।