বেলকুচিতে একাধিক মামলার আসামী গাঁজাসহ আটক
১৬ নভেম্বর, ২০১৯ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে একাধিক মাদক মামলার আসামী হারুনার রশিদ ওরফে ন্যাড়া হারুন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ১শত গ্রাম গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে বেলকুচি পৌর এলাকার চালা পূর্বপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত হারুনার রশিদ ওরফে ন্যাংড়া হারুন ঐ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার চালা পূর্বপাড়া মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১শত গ্রাম গাঁজাসহ হারুনার রশিদ ওরফে ন্যাংড়া হারুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে অত্র এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকের একাধিক মামলা রয়েছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬ নভেম্বর, ২০১৯ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 232 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ