সর্বশেষ সংবাদঃ
কাজীপুর সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল গ্রামে মাত্র ৪শ মিটার সংযোগ রাস্তার অভাবে কোটি টাকা ব্যায়ে নির্মিত পাকা রাস্তা যাতায়াতের অনপোযোগি হয়ে পড়ে রয়েছে। এতে ঐ জনপদের গান্ধাইল ও বরোইতলা গ্রামের প্রায় ৫ হাজার লোকের যাতায়াতের সিমাহীন দূর্ভোগ বেড়েছে। কাজীপুর প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে,গান্ধাইল ইউনিয়নের বরোইতলা স্মৃতিসৌধ হতে গান্ধাইল গ্রামের উত্তরাংশের রব্বানীর বাড়ি পর্যন্ত মোট ১৬শ মিটার রাস্তা পাকা করণের কাজে গত ১৮/১৯ আর্থিক বছরে দরপত্র মোতাবেক প্রায় ৯৫ লক্ষ টাকাব্যায়ে ১১৫০ মিটার কাজ সম্পন্ন করা হয়।এদিকে গান্ধাইলের রব্বানীর বাড়ির নিকট মূল পাকা রাস্তা থেকে ৪৫০ মিটার রাস্তা কাজ না হওয়ায় মূল রাস্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এতে ঐ রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারেই বন্ধ রয়েছে। এছাড়া সাড়ে ৪শ মিটারের মধ্যে প্রায় দেড়শ মিটার পরিমান রাস্তায় একদিকে গভির খাঁদ থাকায় পানি থাকায় মানুষজন চলাচল করতে পারছে না। এবিষয়ে কাজীপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান বাকি রাস্তা তৈরীতে চাহিদাপত্র পাঠানো হয়েছে বরাদ্দ পাওয়া গেলে কাজ করা হবে। অপরদিকে দুই গ্রামের বসবাস কারি লোকজন রাস্তাটি চলাচল উপযোগি করতে স্থানীয় এম পি মহদয়ের হস্থক্ষেপ কামনা করেছেন।