বেলকুচিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
১৭ নভেম্বর, ২০১৯ ০৬:৩২ অপরাহ্ন প্রকাশিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বেলকুচি উপজেলায় ১৫ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসার ৭৩৫৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলে পরীক্ষায় অংশ নেয় ৭১৩২ জন শিক্ষার্থী। অজ্ঞাত কারণে অনুপস্থিত ছিল ২১৪ জন শিক্ষার্থী।
বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, যথা সময়ে ও সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের অভিভাবকেরা জানায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা আশা করছি বাকী দিনগুলোতে এভাবেই পরীক্ষা দিতে পারবে।
প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান জানান, আমরা শান্তিপূর্ণ ভবে পরীক্ষা নেওয়ার জন্য ব্যাপক তৎপর রয়েছি। কিছু সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তবে আশা করছি সামনে দিনগুলোতে শিক্ষার্থীরা ঠিক মত পরীক্ষায় অংশ নেবে আর আমাদের দক্ষ শিক্ষকদের দিক নির্দেশনা দেওয়া আছে সঠিক ভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭ নভেম্বর, ২০১৯ ০৬:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 343 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ